প্রিন্ট এর তারিখঃ Aug 20, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 16, 2025 ইং
জন্মাষ্টমী উপলক্ষে সাজো সাজো রব শিলিগুড়ি ইসকন মন্দিরে

আজ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস। তাই কৃষ্ণ জন্মাষ্টমী ঘিরে সাজো সাজো রব শিলিগুড়ির ইসকন মন্দিরেও। ভোর থেকেই ভক্তদের আনাগোনা শুরু হয়েছে। মন্দির প্রাঙ্গণ সেজে উঠেছে রঙিন আলো, ফুল আর আলোকসজ্জায়। ভক্তরা কীর্তন, ভজন ও নামসংকীর্তনে মেতে উঠেছেন।
প্রতিবছরের মতো এবারও বিশেষ আয়োজন করা হয়েছে মধ্যরাত্রির মহাআরতির। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সারাদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ভজন প্রতিযোগিতা ও প্রসাদ বিতরণ । দূরদূরান্ত থেকে ভক্তরা আসছেন কৃষ্ণজন্মের এই শুভক্ষণে যোগ দিতে।
শহরের অন্যতম বড় ধর্মীয় আয়োজন হিসেবে শিলিগুড়ি ইসকন মন্দিরের জন্মাষ্টমী উৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো।
Copyright 2025 © All Rights Reserved by Headline News Siliguri