প্রিন্ট এর তারিখঃ Aug 20, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 16, 2025 ইং
স্কুলে পতাকা তুলে প্রাণ গেল শিক্ষকের

মানুষের মৃত্যু কিভাবে কখন হবে কে জানে। তা না হলে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করতে গিয়ে প্রাণ কেন যাবে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হৃদয়বিদারক।
স্বাধীনতা দিবসে স্কুলে পতাকা উত্তোলন করতে গিয়েছিলেন শিক্ষক। ছাত্র ছাত্রীদের চোখের সামনেই মৃত্যু হল ওই শিক্ষকের!
জানাগেছে স্বাধীনতা দিবসের সকালে এক মর্মান্তিক দুর্ঘট*নায় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারালেন ওই শিক্ষক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার মল্লিকপুরে। মৃতের নাম মনোয়ার হোসেন। তার বয়স প্রায় ৬২ বছর। তিনি মল্লিকপুরের একটি বেসরকারি স্কুলের শিক্ষক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবসের সকালে স্কুলের সামনে পতাকা তুলেছিলেন। সেই পতাকা একটি লোহার পাইপ বাঁধা ছিল। পাইপটি মাটিতে বসানোর সময় অসাবধানতাবশত সেটি মাথার উপর দিয়ে যাওয়া হাই-ভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতেই মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃ*ষ্ট হন শিক্ষক মনোয়ার হোসেন। সঙ্গে সঙ্গে উপস্থিত গ্রামবাসীরা তাকে উদ্ধার করে দ্রুত হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছড়িয়েছে। এভাবে পতাকা তোলার সময় প্রাণ যাবে ভাবতে পারছেন না কেউ। শোকাহত পরিবার।
Copyright 2025 © All Rights Reserved by Headline News Siliguri