প্রিন্ট এর তারিখঃ Aug 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 15, 2025 ইং
ভয়াবহ দুর্ঘটনার কবলে পুন্যার্থী বোঝাই বাস

স্বাধীনতা দিবসের দিন সাতসকালে ভ'য়াব'হ বাস দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় ১০ যাত্রীর মৃত্যু হয়। আ'হত ৩৫ জন। শুক্রবার সকাল সাতটা নাগাদ এই দু'র্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানে ১৯ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাট এলাকায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মেরে উ'ল্টে যায় একটি যাত্রিবাহী বাস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৪৫ জন যাত্রী নিয়ে দুর্গাপুরের দিকে যাচ্ছিল বাসটি। ১৯ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাটের কাছে বাসটি আচমকাই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধা/ক্কা মেরে রাস্তার উপর উল্টে যায়। ঘটনাটি নজরে আসতেই প্রথমে স্থানীয়েরাই উদ্ধারকাজে হাত লাগান।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকেরা। বাসযাত্রীদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে ১০ জনকে মৃত ঘোষণা করেন। বাকি ৩৫ জনের চিকিৎসা চলছে। তবে তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আ'শঙ্কাজনক।
জানা গিয়েছে, বাসযাত্রীরা সকলেই বিহারের মতিয়ার থানা চিরাইয়া সারসওয়া ঘাট এলাকার বাসিন্দা। গঙ্গাসাগরে স্নান সেরে তারকেশ্বর হয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে এই দুর্ঘটনা।
Copyright 2025 © All Rights Reserved by Headline News Siliguri