প্রিন্ট এর তারিখঃ Aug 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2025 ইং
৬ ঘন্টার মধ্যেই ছিনতাইকারীকে ধরা হল

ছিনতাইকারীদের হাত থেকে ব্যাগ বাঁচাতে গিয়ে রাস্তায় পড়ে যান পম্পা রায়। এরপর বিষয়টি জানানো হয় প্রধাননগর থানার পুলিশকে। ঘটনার তদন্তে নেমে প্রধাননগর থানার পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করে বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে দার্জিলিং মোড় গ্যাস গোডাউন এলাকা থেকে দীপক পন্ডিতকে গ্রেপ্তার করে সে বিহারের বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হয় ছিনতাই হওয়া ব্যাগ এবং নগদ অর্থ ও মোবাইল।
দীপক পন্ডিত কে জিজ্ঞাসাবাদ করে এই ছিনতাই এর ঘটনায় যুক্ত অপর দুষ্কৃতী তারিনী রায় কে গ্রেপ্তার করে প্রধান নগর থানার পুলিশ। ছয় ঘন্টার মধ্যেই ছিনতাই এর কিনারা করে ফেলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।।
প্রধান নগর থানার পুলিশ ছিনতাই এর ঘটনার তদন্তে নেমে এই সাফল্য পেল। ধৃতদের নাম দীপক পন্ডিত এবং তারিণী রায়।
প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল শনিবার রাতে শিলিগুড়ির সূর্যসেন কলোনি গেট বাজার এলাকার বাসিন্দা পম্পা রায় মেয়ে এবং নাতনিকে নিয়ে দার্জিলিং মোরে টোটো থেকে নামে। ঘড়িতে তখন রাত এগারোটা। দার্জিলিং মোর দাগাপুরের আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন তারা। সেই সময়ে হঠাৎ করে দার্জিলিং মোরে দুজন বাইকে করে এসে পম্পা রায়ের কাছ থেকে ব্যাগ ছিনতাই করে।
ছিনতাইকারীদের হাত থেকে ব্যাগ বাঁচাতে গিয়ে রাস্তায় পড়ে যান পম্পা রায়। শহরের মধ্যে এমন ঘটনা ঘটে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েন পরিবারটির পাশাপাশি স্থানীয়রা। তবে ঘটনার ঘটনার ছয় ঘন্টার মধ্যেই দুষ্কৃতীদের ধরে জিনিসপত্র উদ্ধার করল পুলিশ।
Copyright 2025 © All Rights Reserved by Headline News Siliguri