রাখি বন্ধনের (Raksha Bandhan) উৎসব যেমন ভাই-বোনের ভালোবাসা আর প্রতিশ্রুতি থাকে, তেমনি এবছর সেই আবেগ ছুঁয়ে গেল ক্রিকেট জগতকেও। ভারতীয় ক্রিকেট (Indian Cricketers) তারকারা সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করলেন তাদের রাখি উৎসবের ব্যক্তিগত মুহূর্তগুলি। ছবি, ক্যাপশন ও শুভেচ্ছায় ভরে উঠল ইন্সটাগ্রাম থেকে ট্যুইটার। সবার চোখে পড়ল সেই চিরন্তন ভাই-বোনের বন্ধন।