প্রিন্ট এর তারিখঃ Aug 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 8, 2025 ইং
কাজ করার সময় কুয়োতে পড়ে মৃত্যু হল রাজমিস্ত্রীর

কাজ করার সময় কুয়োতে পড়ে মৃত্যু হল রাজমিস্ত্রীর
কু'য়োতে প'ড়ে মৃ/ত্যু হল এক রাজমিস্ত্রীর। সেই রাজমিস্ত্রীকে বাঁচাতে গিয়ে আ'শঙ্কাজনক এক যুবক। তার চিকিৎসা চলছে রায়গঞ্জ মেডিকেল কলেজে।বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কামারতোরের ভেষ্টটোলি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করনদীঘি থানার হরিনতোরের আব্দুল রশিদ(৩৮) কামারতোর ভেষ্টোটোলি গ্রামে এক ব্যক্তির বাড়িতে জল নিকাসীর জন্য কুয়ো নির্মান করছিলেন। ক'দিন ধরেই সেই কাজ চলছিল। এদিন কুয়োতে পাইপ লাগাচ্ছিলেন। সে সময় আচমকাই কু'য়োতে প'ড়ে যান রাজমিস্ত্রি। স্থানীয় যুবক রেয়াজউদ্দিন তাকে বাঁচানোর জন্য মই লাগিয়ে কুঁয়োতে নামে। সেও অসুস্থ হয়ে পড়ে। দুজনকেই উদ্ধার করে করনদীঘি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল রশিদকে মৃ/ত ঘোষনা করেন। গু'রুতর অসুস্থ রেয়াজউদ্দিনকে রেফার করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে।
Copyright 2025 © All Rights Reserved by Headline News Siliguri