প্রিন্ট এর তারিখঃ Aug 20, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 7, 2025 ইং
CAB-র প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছেন সৌরভ

ফের প্রত্যাবর্তন হতে চলেছে প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায়ের? প্রাক্তন BCCI প্রেসিডেন্টে খোদ এমন দাবিই করেছেন। নিজেই জানিয়ে দিয়েছেন, CAB প্রেসিডেন্ট পদের জন্য এবার তিনি নমিনেশন ফাইল করতে চলেছেন। অর্থাৎ তাঁর CAB প্রেসিডেন্ট হওয়া প্রায় নিশ্চিত। সৌরভ নির্বাচনে দাঁড়ালে, পুরো অঙ্কটাই যে বদলে যাবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ২০ সেপ্টেম্বর CAB-র বার্ষিক সাধারণ সভা রয়েছে, সেখানে সম্ভবত ইলেকশন নয়, প্রেসিডেন্ট পদের জন্য সরাসরি সিলেকশন হবে। আর সেক্ষেত্রে সৌরভ বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন।
Copyright 2025 © All Rights Reserved by Headline News Siliguri