প্রিন্ট এর তারিখঃ Aug 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 7, 2025 ইং
তুতো ভাইয়ের সঙ্গে প্রথম বিয়ে

১৯৯৭ সালে নিজের তুতো-ভাইয়ের সঙ্গে প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। এরপর তাঁর কোল আলো করে জন্ম নিয়েছিল এক কন্যাসন্তান। তবে ২০০৯ সালে অবশ্য তাঁদের সংসারে ভাঙন ধরে। এদিকে কন্যাসন্তানকে ভাল ভাবে মানুষ করার পরে তাঁকে বিয়েও দিয়ে দিয়েছিলেন। এরপর আবার একা হয়ে যান অভিনেত্রী।
কথায় আছে, বয়স শুধুই সংখ্যামাত্র! অবশ্য বিয়ে কবে হবে, তা বয়সের উপর নির্ভর করে না। আসলে বিয়ের ক্ষেত্রে মনের অনুভূতিটাই আসল আর এটাই ফলে গিয়েছে এক অভিনেত্রীর ক্ষেত্রেও। ১৯৯৭ সালে নিজের তুতো-ভাইয়ের সঙ্গে প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। তাঁদের কোল আলো করে আসে এক কন্যাসন্তান। কিন্তু ২০০৯ সালে সংসারে ভাঙন ধরে। এদিকে কন্যাসন্তানকে ভাল ভাবে মানুষ করার পর তাঁকে বিয়েও দিয়ে দিয়েছিলেন। এরপর আবার একা হয়ে যান অভিনেত্রী। এবার নিজের জন্য আবারও এক জীবনসঙ্গীর সন্ধান শুরু করেন তিনি। ৫১ বছর বয়সে ফের বিয়ের পিঁড়িতে বসেন। বলুন তো, কে এই অভিনেত্রী? যাঁর ব্যক্তিগত জীবন রুপোলি পর্দার কোনও ছবির থেকে কিছু কম নয়!
Copyright 2025 © All Rights Reserved by Headline News Siliguri