প্রিন্ট এর তারিখঃ Aug 20, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 7, 2025 ইং
বলিউডের চাপে কোনঠাসা বাংলা ছবি

হেডলাইন নিউজ শিলিগুড়ি
:
বাংলার প্রেক্ষাগৃহে সিঙ্গেল স্ক্রিনে বাংলার ছবির শো টাইম পাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সমস্যা নিয়ে আগেই সরব হয়েছিলেন টলিউডের প্রথম সারীর কলাকুশলীরা। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ পরিচালক-প্রযোজক-পরিবেশক ও হল মালিকদের সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
বৈঠক শেষে মন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিলেন বাংলার হলে প্রাধান্য দিতেই হলে বাংলা ছবিকে। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘চলতে চলতে সমস্যা হয় আবার চলতে চলতে সমস্যা মিটে যায়৷ একসঙ্গে বসলাম। মিটে গেল। বাংলা ভাষাকে গলা টিপে মারার চোষ্টা চলছে। মুখ্যমন্ত্রী আন্দোলন করছেন। বাংলায় বাংলা সিনেমায় প্রাধান্য পাবে।
Copyright 2025 © All Rights Reserved by Headline News Siliguri