প্রিন্ট এর তারিখঃ Aug 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 7, 2025 ইং
৩৩ বছর ধরে নখ কাটেন না ফুলবাড়ির অরুন !

হেডলাইন নিউজ শিলিগুড়ি :
শখের যেন শেষ
নেই। এই মানুষটি দেখুন। ৩৩ বছর ধরে হাতের নখ কাটছেন না। আর সেই নখ বাড়তে বাড়তে কয়েক
ফুট। রীতিমতো নখ কুন্ডলী পাকিয়ে গিয়েছে। এই নখ নিয়েই নাকি যাবতীয় কাজ চলে প্রতিদিন।
কি করে সমস্ত কাজ চলে তা অবশ্য অজানা আমাদের।মানুষ শখের বশে কত কিছুই না করে। আর ব্যতিক্রমী
শখের জন্যই কৌতূহলের জন্ম দেয়। তেমনই ব্যতিক্রম এক শখ থেকে নখের প্রতি ভালোবাসা জন্মে
অরুণ কুমার সরকারের (৪০)। আর সেই ভালোবাসাকে চিরস্থায়ী রূপ দিতে ৩৩ বছর ধরে বাঁ হাতের
নখ কাটেননি তিনি। এতে অরুণ হয়ে উঠেছেন এক দর্শনীয় ব্যক্তি।
ঘটনাটি ভাইরাল। আমাদের
কাছেও এসেছে তাকে নিয়ে। বাংলাদেশের দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নে
বাড়ি। উত্তর লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা অরুণ। বাবা রবীন্দ্রনাথ সরকার একজন অবসরপ্রাপ্ত
শিক্ষক। অরুণ জানান, ১৯৯৩ সালে চতুর্থ শ্রেণির ছাত্র থাকাকালে কয়েক সপ্তাহ নখ না কাটায়
শিক্ষক তাঁকে নখ কাটার নির্দেশ দেন। কিন্তু কৌতূহলবশত অরুণ নখ আর না কেটে বড় করতে থাকেন।
একপর্যায়ে সেই নখের প্রতি মায়া জন্মে যায় তাঁর। শুরু হয় দীর্ঘ নখ রাখার যাত্রা। এখন
এই পর্যায়ে পৌঁছেছে।
Copyright 2025 © All Rights Reserved by Headline News Siliguri