প্রিন্ট এর তারিখঃ Aug 18, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 6, 2025 ইং
নামই শুধু ডিডিওকমন : প্রকল্পের জায়গায় এখন গরু চরে !

শিলিগুড়ি :
তখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শিল্প করার
নাম করে শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়িতে ৮০ একর জায়গা দিয়েছিলেন ভিডিওকন গোষ্ঠীকে।
এখানে তারা আইটি পার্ক করবো বলে রাজ্যকে জানিয়েছিল। সেই জায়গায় তখনও প্রকল্প করেনি।
শুধু চারদিকে চারটি এমন পোস্ট বানিয়ে রেখে দিয়েছিল। এক যুগ অতিক্রান্ত হয়েছে। এখনও
সেখানে একটি ইটও গাঁথা হয়নি। সেই স্বপ্ন এবং সম্ভাবনার জায়গায় এখন চলছে গরু। এলাকার
মানুষ বলছেন, প্রকল্প হলে কর্মসংস্থান হতো। কি উদ্দেশ্য তবে এই জমি? শোনা যাচ্ছে শিলিগুড়ি
জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ
নাকি এই জায়গাকে কাজে লাগাবে। সেই অপেক্ষায়ই কর্ম প্রত্যাশী মানুষেরা।
Copyright 2025 © All Rights Reserved by Headline News Siliguri